Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গণগ্রন্থাগারটি খোলা থাকে প্রতি শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং গণগ্রন্থাগারটি বন্ধ থাকে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবারসহ সরকার ঘোষিত অন্যান্য সরকারি ছুটির দিনসমূহে।


আমাদের অর্জনসমূহ

আমাদের অর্জনসমূহ

. অবকাঠামোগত উন্নয়নঃ  

চারতলা ভিতবিশিষ্ট একতলা নিজস্ব ভবনে গণগ্রন্থাগারটি পরিচালিত হচ্ছে।

. পাঠ্যসামগ্রী সংগ্রহঃ

জন্মলগ্ন থেকে বর্তমান পর্যন্ত ২৮০৮৮ এর অধিক পাঠ্যপুস্তকের একটি বিশাল সংগ্রহ রয়েছে।

. আইসিটি কার্যক্রমঃ

পাঠকগণ বিনামূল্যে ইনটারনেট ও কম্পিউটার সেবা পাচ্ছেন। ২০১৭-১৮ সালে সরকারের A2I অত্র গণগন্থাগারের জন্য নিজস্ব ওয়েবসাইট-http://publiclibrary.jhenaidah.gov.bd  তৈরি করা হয়েছে। তাছাড়া পাঠকদের অনলাইন তথ্যসেবা প্রদানের লক্ষে ইমেইল ঠিকানা librarian.dgpljhenaidah@gmail.com এবং ফেইসবুক পেইজ https://www.facebook.com/gpljhenaidah খোলা হয়েছে।

. বেসরকারি গণগ্রন্থাগার রেজিস্ট্রেশনঃ

অত্র গণগ্রন্থাগারের আওতায় বর্তমানে ২৩ টি তালিকাভূক্ত বেসরকারি গণগ্রন্থাগার রয়েছে ।