আমাদের অর্জনসমূহ
১. অবকাঠামোগত উন্নয়নঃ
চারতলা ভিতবিশিষ্ট একতলা নিজস্ব ভবনে গণগ্রন্থাগারটি পরিচালিত হচ্ছে।
২. পাঠ্যসামগ্রী সংগ্রহঃ
জন্মলগ্ন থেকে বর্তমান পর্যন্ত ২৮০৮৮ এর অধিক পাঠ্যপুস্তকের একটি বিশাল সংগ্রহ রয়েছে।
৩. আইসিটি কার্যক্রমঃ
পাঠকগণ বিনামূল্যে ইনটারনেট ও কম্পিউটার সেবা পাচ্ছেন। ২০১৭-১৮ সালে সরকারের A2I অত্র গণগন্থাগারের জন্য নিজস্ব ওয়েবসাইট-http://publiclibrary.jhenaidah.gov.bd তৈরি করা হয়েছে। তাছাড়া পাঠকদের অনলাইন তথ্যসেবা প্রদানের লক্ষে ইমেইল ঠিকানা librarian.dgpljhenaidah@gmail.com এবং ফেইসবুক পেইজ https://www.facebook.com/gpljhenaidah খোলা হয়েছে।
৪. বেসরকারি গণগ্রন্থাগার রেজিস্ট্রেশনঃ
অত্র গণগ্রন্থাগারের আওতায় বর্তমানে ২৩ টি তালিকাভূক্ত বেসরকারি গণগ্রন্থাগার রয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস